মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১১ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ উপলক্ষে নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম আহবায়ক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপি’র আহবায়ক গাজী মো.ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং যুগ্ম আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতি এবং সীমাহীন দূর্নীতি বন্ধে সরকারের প্রতি আহবান জানান। সেইসাথে আসছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।