মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
এস এল টি তুহিন, : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোর কবিবাড়ি নামক এলাকায় যাত্রীবাহি বাসের চাঁপায় আলামিন হাওলাদার (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রোববার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। আলামিন গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, রোববার সকাল দশটার দিকে ঘটনাস্থলে ঢাকাগামী বর্ণমালা পরিবহনের একটি বাসের সাথে ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আলামিন গুরুত্বর আহত হয়। দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।