বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১, এর হাতে ৯০ পিচ ইয়াবা সহ একজন ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৪শশে ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১, এর সদস্যরা বিষেস অভিযান চালিয়ে পটুয়াখালী সদর পৌরশহরের ০৯নং ওয়ার্ড রিয়াজ উদ্দিন মার্কেট সংলগ্ন মাঝগ্রামের খালের ব্রীজের উপর থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করাকালিন সময় ঘেরাও পূর্বক তাকে মোঃ মাসুম হাওলাদার (১৮), পিতা-মোঃ কাঞ্চন হাওলাদার, সাং-বাঁশবুনিয়া, থানা-গলাচিপাকে আটক সহ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান।
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। পটুয়াখালী থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এবং র্যাব বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম বলেন,আমাদের এ অভিযান জিরো টলারেন্সে না আশা পর্যন্ত অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।