রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতী ডলফিন। রবিবার বেলা এগারোটার দিকে সৈকতের কম্পিটার সেন্টার পয়েন্টে এটিকে দেখতে পায় ব্লু-গার্ড সদস্যরা। পরে তারা উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোঁট এবং একটি কান কাটা। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লু-গার্ড সদস্যরা এটিকে মাটি চাপা দেয়।
ওয়ার্ল্ডফিস ইকো ফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে সকালে আমাদের একজন ব্ল গার্ডের কাছে খবর পেয়ে এসে দেখলাম ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন সমুদ্র পাড়ে। এটার একটি কান কাটা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জেলেদের জালে আঁটকে মারা গেছে
পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।