রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসুম নামে এক সরকারি কর্মচারীকে হাসপাতালে রুমের মধ্যে আটকে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে এ ঘটনা ঘটে।
হাসপাতালের স্টাফরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মাসুম জেলার আইরন গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এস) কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান জানান,বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি স্টাফ মাসুম হাওলাদার কে জরুরি বিভাগের মধ্যে,র একটি রুমের মধ্যে আটকে বেদম মারধর করেন বহিরাগত সন্ত্রাসীরা। আহতের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করি। আমরা বাদী হয়ে মামলা কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
আহত মাসুমের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে মাসুমের ছেলে স্কুল পড়ুয়া সেজান (১২) এবং বহিরাগত আসলামের ছেলে আপন,র সাথে স্কুল মাঠে খেলা নিয়ে দ্বন্দ্ব হয়।
বিষয়টি জানতে পেরে সেজানের বাবা মাসুম দুইজনকে বুঝিয়ে সমাধান করে দেন।
কিন্তু আপন কান্নাকাটি করে তার বাবা আসলামকে উল্টো ভাবে বুঝিয়ে বললে সে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে আসলাম ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একটি রুমের মধ্যে আটকে ডিউটিরত অবস্থায় সেজানের বাবা কর্মচারী মাসুমকে প্রকাশ্যে বেদম মারধর করে জখম করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, হাসপাতালে মধ্যে এক কর্মচারীকে হামলার ঘটনাটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।