রবিবার, ২৫ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশাল নগরীর কাকলীর মোড় সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ সুমিত কুমার দাসের ভুল চিকিৎসায় হেমায়েত হাওলাদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
নিহতর জামাতা সবুজের অভিযোগ সূত্রে জানা গেছে , গত (১৬ জানুয়ারি) ঝালকাঠির নলছিটির ৪ নং রানাপাশা ইউনিয়ের ২নং ওয়ার্ড রানাপাশা গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার (৬৯) চিকিৎসার জন্য বরিশালের আইকন নামক সেন্টারে ডাঃ জুয়েলকে দেখাতে আসলে সদর রোড বসে দালালদের খপ্পরে পরে বৃদ্ধ হেমায়েত।
পরে দালাল চক্রটি হেমায়েতকে ভুলভাল বুঝিয়ে কাকলীর মোড়স্থ সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে গেলে হেমায়েতকে ডাঃ সুমিত কুমার দাস দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়।
পরে তিনি রির্পোট দেখে ঔষুধ লিখে দিলে হেমায়েত ওষুধের কাগজ নিয়ে ডাক্তারের রুম থেকে বের হয়ে কাকলীর মোড় আহাদ মেডিসিন কর্ণার থেকে ঔষধ কিনে বাসায় চলে যায়। রাতে ডাক্তারের পরামর্শ অনুয়ারী দেওয়া ঔষধ সেবন করার সাথে সাথেই হেমায়েতের বুকে ব্যাথা বেরে যায়। পরে তার জামাতা সবুজ তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন।
ভর্তির কয়েকঘন্টা পরে সন্ধ্যা আনুমানিক সাত টার দিকে তার মৃত্যু হয়। এসময় তার সাথে জামাতা ছাড়া কেউ না থাকায় বৃদ্ধের লাশটি নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। তবে লাশটি নিয়ে যাওয়ার সময় তার জামাতা সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় আমার শ্বশুরের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, নিহতর লাশ দাফন শেষে চিকিৎসকের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলার করবেন বলে জানিয়েছেন। এবিষয়ে সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ সাথে কথা বলতে গেলে তারা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে যায়। এবং কি তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি মো: আজিমুল করিম জানান, রোগী মৃত্যুর ঘটনা খবর পেয়েছি। রোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে খোজ নিয়ে জানা গেছে, দালাল নির্ভব এই ডায়াগনস্টিক সেন্টারে এর আগেও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।