শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ “রক্ত দিয়ে জীবন বাঁচাই মানবতার সেবায় হাত বাড়াই” এই শ্লোগানকে সামনে রেখে, নবীন প্রবীণ স্বেচ্ছাসেবী সংগঠন কেক কাটা ও রেলির মাধ্যমে পালন করেছে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।
১ম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের ৬৪ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা-২০২২ এর আয়োজন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহারের রাংতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সমাজসেবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ আকনের সভাপ্রতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও বিভিন্ন অতিথি সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক আতাউর রহমান চঞ্চল।লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের পক্ষে সম্মাননা স্বারক গ্রহন করেন পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহাদাত হোসেন রনি।
বাংলাদেশের সর্বমোট ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে এই সম্মাননা স্বারক উপহার দেয়া হয়। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে পথশিশু ও অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছে । এ ব্যাপারে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, মানবতার কল্যাণে কাজ করছে লাভ ফর ফ্রেন্ডস।
আমরা সংগঠনের মাধ্যমে আমরা অসহায় ও দু:স্থ মানুষের সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও মানবিক কর্মকাণ্ড করে থাকি। লাভ ফর ফ্রেন্ডস ২০ অক্টোবর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ।সংগঠনকে এই সম্মাননা স্বারক উপহার দেয়ায় আমাদের পথচলা আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ ।