রবিবার, ২৫ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম এবং মুমতাহিন রহমান।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে।
এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়।