বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া দায়িত্বরত কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, অদ্য ০৮ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকায় বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালীর উদ্ধারকারী দল কর্তৃক আগুনমুখা নদীর চালতাবুনিয়া এলাকা হতে আনুমানিক ১৭ বছর বয়সী একজন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ব্যক্তি গত ০৩ জানুয়ারি আগুনমুখা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলো।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহটি রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।