শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ৮ই জানুয়ারি শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনূর্ধ্ব-১৯ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল মোঃ আনোয়ার হোসেন, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হোসাইন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। অতিথিরা পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে ১৯ টি বিষয়ে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পারে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।