বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামের মাঝের চরের উত্তর পাশে নামধারী সোনারবাংলা চোরের বনবিভাগের গাছ কেটে পরিষ্কার করছেন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার স্থানে গেলে জানতে পারা যায় যে চর বেষ্টিন মোঃ মোনসুর পলয়ান পুএ মোঃ জাহাঙ্গীর পলয়ান বয়স( ৪৫) তার সহযোগী আরো ১০/১২ জন সোনার বাংলা সরকারি বনবিভাগের গাছ কাটেন সংবাদ পেয়ে চরমোন্তাজ ফরেস্ট সদর বিট কর্মকর্তা মোঃ ইসা ঘটনাস্থলে গেলে দেখতে পায় শত শত গাছ কাটা অবস্থায় পড়ে আছে চর বেস্টিন রেইন্সের ফরেস্ট কর্মচারী মোঃ ফারুক ও মোঃ মুসা মিয়া সহ আরো কয়েকজন লোক নিয়ে সোনার বাংলা বাগানের ভিতর ঢুকে দেখতে পান যে শত শত গাছের গোড়া ও সেও দেওয়া গাছ পড়ে আছে মাপ দিয়ে হিসাব করে নেয় ১৪১ পিচ গাছ পাওয়া যায় তার সাথে দুইটি দাও পাওয়া গিয়েছে নামধারী মোঃ জাহাঙ্গীর পলয়ান লোকের কাছ থেকে রেখে দেওয়া চান করাত টলারের ভিতর রেখে গাছের কাজ করতে গেলে ওই ফাঁকে জাহাঙ্গীর পলোয়ান করাটি চুরি করে নেন জন্য এবং এক লোক বলে যে টলার থেকে করাতে চান করা নিয়ে যায় সাথে সাথে ফরেস্ট কর্মচারী তার পিছনে ধাওয়া দিলে নিয়ে বাগানের ভিতর ঢুকে যায় আর নিখোঁজ অবস্থানে পাওয়া যায় নেই এ বিষয়ে চর বাংলা বাগানের অফিসার মোঃ সুফিয়ান গাজীর কাছে জিজ্ঞেস করে বলেন যে জাহাঙ্গীর পলোয়ান এসে ফরেস্ট কর্মকর্তা চরমোন্তাজ লঞ্চের ভিডিও অভিসার মোঃ ইচ্ছা মিয়া ওর সামনে এসে বলেন যে আমার লোকজন অন্যায় করেছে মাফ করে দেন এ ব্যাপারে মুখ খুলছে না ফরেস্ট কর্মকর্তা ও কর্মচারী এলাকার মানুষের দাবী এভাবে বন বিভাগের গাছ কেটে নিলে দূষণমুক্ত ভারসাম্য নষ্ট হয় দুর্যোগ এলাকার অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ হয় যাতে করে এই বনদস্যুর শাস্তি নিশ্চিত কামনা করি