বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে রবিবার বিকেলে খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সুজন মৃধা, খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী সাঈদুর রহমান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উপদেষ্টা হাফেজ আব্দুর রহিম, কলাপাড়া পৌরসভার ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমি সহ অন্যান্যরা।
জাতীয় কুরআন প্রতিযোগীতায় কলাপাড়া উপজেলা থেকে ১২৩জন প্রতিযোগীদের মধ্যে ৭টি বিভাগে ৪৯ জন বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।