শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ শেরেবাংলা মেডিক্যালে পৌনে একটায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে, লঞ্চের ভেতর থেকে ফায়ার সার্ভিস ৩০ জনের এবং বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক একাধিক উদ্ধারকারী দল সহ একটি ডুবুরী দল অভিযান পরিচালনা করে ৯ জন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয় ।
তিনি বলেন, ঢাকা থেকে একটি লঞ্চ বরগুনা যাচ্ছিল এমন সময় ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে লঞ্চ এ অগ্নিকাণ্ড ঘটে এমন সংবাদে কোষ্টগার্ডের সদস্যদের একটি টিম উদ্ধার অভিযানে ভোর ৫ টার দিকে ঘটনা স্থালে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করে এখন রাত ৮টা পর্যন্ত নদী থেকে ৯ জন ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে ।
তিনি আরো বলেন, ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন গাবখান ব্রীজ সংলগ্ন মিনি পার্ক এলাকায় উদ্ধার অভিযানে ৯ জনের লাশ এর মধ্যে ( পুরুষ ৩ জন ,মহিলা ৩ জন , ও শিশু ৩ জন)। এছাড়াও ২৪ ঘন্টা দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।