রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সাড়ে তিন মাস বয়সের পুত্র সন্তানকে বালতির পানিয়ে চুবিয়ে হত্যা মামলায় পলাতক ঘাতক মা ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলার গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে পলাতক ছালেহা বেগম পলিকে গ্রেফতার করেছে।
এরপূর্বে গত ২০ ডিসেম্বর সকালে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রাম থেকে শিশু জুবায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিশু জুবায়েরের জন্মের পর থেকেই ছালেহা বেগম পলি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায়ই তিনি বলতেন, স্বপ্নে তিনি জুবায়েরকে মেরে ফেলার নির্দেশ পেয়েছেন। এজন্য স্থানীয় মৌলভী এনে ঝাড়ফুঁক করা হয়েছিল ছালেহাকে। গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে তিন সন্তানের জননী ছালেহা বেগম ও তার শিশু পুত্র জুবায়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা গোয়াল ঘরের পাশে ছালেহাকে একটি পানি ভর্তি বালতির মধ্যে শিশুপুত্রকে চুবিয়ে ধরে রাখতে দেখেন। এসময় লোকজন দেখে ছালেহা পালিয়ে যায়। পরে বালতির মধ্য থেকে শিশু জুবায়েরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।