বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম মনির মুন্সী।
তিনি আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম মনির মুন্সী বলেন, আগামী ২৬ ডিসেম্বর রবিবার নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে তিনিসহ ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
তার নির্বাচনী প্রতিক ঘোড়া মার্কার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রাথী মতিউর রহমান বাদশা নিজামী ও তার বহিরাগত সন্ত্রাসীরা ভোটারদের বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। তিনি আরও বলেন, এমনকি সরকার দলীয় প্রার্থী বাদশার ক্যাডাররা গত ৭ ডিসেম্বর থেকে তার সভা-সমাবেশ ও নির্বাচনী অফিসে একাধিকবার হামলা ও প্রধান নির্বাচনী কার্যালয়ে টাঙানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে মনির মুন্সী বলেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বাদশা হুমকি দিচ্ছেন নির্বাচনের দুই দিন আগে তিনি জেলা ও উপজেলা থেকে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়ায় এনে ভোট কেন্দ্র দখল করবেন, ব্যালট পেপার ছিনতাই করে নৌকায় ভোট দেয়াবেন, স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দিবেন না। এমনকি ভোটের দিন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে বসে গগনা না করে উপজেলায় নিয়ে গননা করিয়ে তাকে বিজয়ী ঘোষণা করাবেন।
তিনি অভিযোগ করেন, মতিউর রহমান বাদশার আপন ফুফাতো ভাই স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব জসিম উদ্দিন বিভিন্নভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করে উপজেলা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে চেয়ারম্যান প্রার্থী বাদশা নিজামীর পক্ষে কাজ করানোর চেষ্টা করছেন।
আগামী ২৬ ডিসেম্বর তিনি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও থানা অফিসার ইনচার্জের দৃষ্টি কামনা করেছেন।
পরিশেষে তিনি ঝুকিপূণ ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠ নির্বাচনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন। এসময় সংবাদ সম্মেলনে বাকি ৩জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন তালুকদার, সোহরাব হোসেন মৃধা ও হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।