বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের সাংবাদিক শামীম আহাম্মেদ এর ওপর কারারক্ষীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের কঠোর বিচার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ আহছান উল্লাহ্’র সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লারের সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারন সম্পাদক এস.এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ-সম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ, সহ-সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মোনাসেফ মামুন, সহ-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ মোঃ লিটন খান, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, সহ দপ্তর সম্পাদক জান্নাত আরা রাখি, সদস্য ফেরদাউস আরা ঋতু প্রমূখ।
বক্তারা পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় বরিশালের সিনিয়র সাংবাদিক শামীম আহাম্মেদ এর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার তিব্র নিন্দা জ্ঞাপন করে, দোষী কারারক্ষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।