রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর ও কোটালীপাড়া পৃথক পৃথক অভিযানে করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল কোম্পানির র্যাব-৮ সদস্যরা।
র্যাব -৮ মঙ্গলবার বিকাল ৪ টায় আগৈলঝারা উপজেলার পয়সারহাট অবস্তান কালে গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে , গৌরনদী টু কোটালীপাড়া হাইওয়ে রাস্তার কাঁঠালতলার মোড়ে সালাম খাঁনের টি ষ্টালের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময়, কোটালীপাড়া উপজেলার বাগান উওরপাড় গ্রামের মোঃ সুন্দর শিকদারের ছেলে মোঃ কাইউম শিকদার (২৮) কে ৮৭ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন।
অপর দিকে একেই দিনে উজিরপুর সাতলা ব্রীজের নিচে পাঁচ রাস্তার উপরে সন্ধ্যা ৭ টার সময় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয় সময় হারতা ইউনিয়নের জমিরবাড়ি গ্রামের, মৃত লক্ষন বড়ালের ছেলে লিটন বড়াল (২৩) ও মৃত অতুল হালদারের ছেলে,লিটন হালদার (২৫) দুই জনের কাছে ১৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে দুইজন কে ধৃত করে।
র্যাব-৮ স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম তিনি জানান, এ ঘটনায় উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।