বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার নবনির্বাচিত ১২ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন করলেন।শপথ বাক্য পাঠ করান বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব জসীম উদ্দীন হায়দার। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার শাখা), বরিশাল এর সভাপতিত্বে সকাল ১০.৩০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন করেন বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন, বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।
শপথ গ্রহন অনুষ্ঠান শেষে সকল চেয়ারম্যানবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।