বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নাজমা বেগম ওরফে চাঁদনী (২৫) নামের এক গৃহবধূ বিষপানে করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে মৎস্য বন্দর আলীপুর টোল ঘর সংলগ্ন এলাকার একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধুর স্বামী মো.মুকুল হাওলাদার। তারা উভয়ই পাশ্ববর্তী গলাচিপায় উপজেলার বাসিন্দা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মহিপুর থানার ওসি খদ্দকার আবুল খায়ের বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।