বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ ইং উপলক্ষে পটুয়াখালীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন।
কর্মশালায় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪ দিন ব্যাপী এ ক্যাম্পেইনে জেলায় আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাএা নির্ধারন করা হয়েছে।
এ লক্ষ্যে প্রচারনাসহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। এমনটাই তথ্য নিশ্চিত করেন।