রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
পারভেজ,প্রতিনিধি বরিশালঃ বরিশাল থেকে খুলনা এবং খুলনা থেকে বরিশালে নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে সৈয়দ পরিবহন। আজ ২০ নভেম্বর শনিবার সকাল ৭টায় খুলনা থেকে বরিশালের উদ্দেশ্য রওনা দেয় বাসটি যার নাম্বার ঢাকা মেট্রো ব- ১৪৩০০৮।বেকুটিয়া ফেরিঘাট এসে পৌঁছালে বাসের ভিতরে যাত্রী রেখে বাস চালক, সুপারভাইজার যাত্রীদের নিকট থেকে ভাড়া নিয়ে গাড়ি রেখে চম্পট দেয়।
এতে গাড়িতে থাকা অর্ধশতাধিক যাত্রীরা চরম দুর্ভোগে পরে কেননা ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা বাসটি ৪বারেও ফেরিতে উঠেনি চালক না থাকায়। বাসে ভ্রমন কারী যাত্রীদের মধ্যে শিশু ও বৃদ্ধরা খুব কস্টকর পরিস্থিতির স্বীকার হন। চরম দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা বাসের চালক ও সুপারভাইজার মিঠুর ০১৮৬২২৬৩৩১০ মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ রয়েছে বলে জানায় মোবাইল অপারেটর। হঠাৎ করে সৈয়দ পরিবহনের এমন কর্মকাণ্ডে স্হানীয় পুলিশ ও জনতারাও অবাক হয়েছেন। এমন দুর্ভোগে পরে যাত্রীরা বলেন এমন ব্যবহার ও সেবা প্রদানের জন্য বাস মালিক সমিতির দায় ভার নিতে হবে এবং বাস চলাচলের অনুমোদন বাতিল করতে হবে।