বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ার মহিপুরে ৩০ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড সদস্যরা। রবিবার সন্ধ্যায় উপজেলার হাজিপুর শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকাগামী পরিবহন থেকে এসব ঝাটকা জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।
কোষ্টগার্ড সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে মাছ ব্যবসায়ীরা অসাধু পন্থায় গন পরিবহনে বড় মাছের সঙ্গে ঝাটকা ইলিশও পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৬ টি বাস থেকে ঝাটকা ইলিশের ১২ টি ঢোপ জব্দ করা হয়। এসব ঢোপ থেকে ৩০ মন জাটকা উদ্ধার করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব ঝাটকা বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাকির হোসেন বলেন, কোষ্টগার্ডের ঝাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অসাধু ঝাটকা ব্যবসায়ী এবং ঝাটকা শিকারী জেলেদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।