সোমবার, ২৮ Jul ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত
গলাচিপায় ৮টি ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

গলাচিপায় ৮টি ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

Sharing is caring!

মোঃ নাসিরউদ্দীন .পটুয়াখালী প্রতিনিধিঃ আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৮টি ইউপির ৭৬টি কেন্দ্রের মধ্যে অতিঝুকিপূর্ণ ৩৪ টি ঝুকিপূর্ন ১১ টি ও সাধারন কেন্দ্র রয়েছে ৩১ টি। উপজেলা নির্বাচন দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ সাধারন সদস্য পদে ২৬২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বুধবার দিবাগত রাতে কয়েকটি ইউপিতে বড় ধরনের সহিংসতার আশংকা রয়েছে। এদিকে ৮টি ইউনিয়নের মধ্যে একমাত্র পানপট্টি ইউপিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। ওই ইউপির ৯টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ভোটারদের ইভিএমে ভোট প্রদানের নিয়ম সম্পর্কে রেপ্লিকার মাধ্যমে ভোটারদের মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচারনা চালান। এতেও অশিক্ষিত ভোটারদের মাঝে সংশয়, সন্দেহ দূর হয়নি।

ওই ইউপির অক্ষর জ্ঞানহীন কয়েকজন ভোটার এ প্রতিবেদকে জানান, লেহা জানি না, পড়া জানি না হের লেইগ্যা আমরা এ মেশিনের মাধ্যমে ভোট দেতে পারমু কইর‌্যা মোনে হয় না। তবে শিক্ষিত ভোটাররা এ প্রযুক্তিতে ভোট গ্রহন করাকে স্বাগত জানিয়েছেন। বুধবার সংশ্লিষ্ট ইউপির ভোট কেন্দ্রগুলোতে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জামাদি ও নির্বাচনে ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইতিমধ্যেই পৌছে গেছেন।

এসব সরঞ্জামাদির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। ষ্ট্রইকিং ফোর্স হিসাবে র‌্যাব ও বিজিবি মাঠে থাকবে। ওসি আরও জানান, ভোট দেয়া নিয়ে কোন রকম অনিয়ম, সন্ত্রাসী কর্মকান্ডে জিরো টলারেন্সে রয়েছে আইনশৃঙ্খলা সদস্যরা।

উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১১ নভেম্বর ২য় ধাপে গলাচিপায় ৮টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সকল সরঞ্জাম পৌঁছে গেছে। ৮টি ইউনিয়নেই সুষ্ঠভাবে নির্বাচনের জন্য ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। ৮টি ইউনিয়নে মোট ১ লাখ ২১ হাজার ৬শ ১১ জন ভোটারের মধ্যে পুরুষ ৬০ হাজার ৯শত ৭৯ জন এবং মহিলা ৬০ হাজার ৬শ ৩২ জন। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী আশিষ কুমার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এ ৮ ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD