বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন ধরনের পোনা মাছ অবমুক্ত করা হয়।