বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহদী শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে পটুয়াখালী পৌরসভার হলরুমে দোয়া মোনাজাত ও কেক কেটে দিবসের শুভ সূচনা করেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।
এসময় স্থানীয় আওয়ামিলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী, পৌর পরিষদের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা নিবেন করা হয়। জেলার সকল সরকারি বেসরকারি দপ্তর, ব্যাবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও জেলা আওয়ামিলীগের সহযোগী ও অঙ্গ সংগঠন দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে সকল আয়োজন সম্পূর্ণ করেন।