শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
বরিশালের বানারীপাড়ায় ছয় হাজার টাকার জাল নোটসহ সিদ্দিক হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত সিদ্দিক উপজেলার কলাপুর গ্রামের মৃত আফতাব হাওলাদারের ছেলে। তথ্য নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেয়া বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘চাখার কাঁচা বাজার থেকে মঙ্গলবার বিকেলে জাল নোটসহ সিদ্দিককে হাতেনাতে আটক করা হয়।
সে জাল নিয়ে ওই বাজারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে এক হাজার টাকার ৪টি এবং ৫০০ টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়।
রাতেই এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বানারীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্দিকের বিরুদ্ধে আমলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।