রবিবার, ২৫ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
পারিবারিক কলহের জের ধরে বরিশাল নগরে বড় ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে আহত করেছে এক লম্পট দেবর বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল পৌনে ১১দিকে নগরের ১৮ নং ওয়ার্ড পশ্চিম বগুড়া রোড এলাকার মদিনা হাউজিং জাহানারা প্যালেসে এই ঘটনা ঘটে। এতে মোসাঃ মুনিয়া আক্তার (২৩) গুরুত্বর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে আহতের স্বামী মোঃ সাখাওয়াত হুসাইন বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, ১৮ নং ওয়ার্ড পশ্চিম বগুড়া রোড এলাকার মদিনা হাউজিং জাহানারা প্যালেসের মৃত. মোঃ দেলোয়ার হোসেনের ছোট ছেলে মোঃ তানজীল হুসাইন (৩৫) শনিবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে তার মেঝ ভাই মোঃ সাখাওয়াত হুসাইনকে গালিগালাজ করে। এসময় মোঃ সাখাওয়াত হুসাইন তার অত্যাচার সহ্য করতে না পেরে বড় ভাই মোঃ মারুফ হোসেনকে ডেকে আনতে যায়।
এসময় মোঃ সাখাওয়াত হুসাইন এর স্ত্রী ৩ মাসের অন্তসত্বা মুনিয়া নিজ কক্ষে শুয়ে থাকলে তাকে গালিগালাজ ও কথার উত্তর না দেওয়ার তাকে পিটিয়ে ও বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তার ডাকচিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে। এবিষয়ে আহতের স্বামী মোঃ সাখাওয়াত হুসাইন অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই মোঃ তানজীল হুসাইন প্রত্যারনার মাধ্যমে আমার মায়ের ১০ লক্ষ টাকা ও বিভিন্ন অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে পরিবারের মধ্যে নানা অসান্তির সৃষ্টি করেছে।
তার বিরুদ্ধে মা জাহানারা বেগম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত মোঃ তানজীল হুসাইন এর বিরুদ্ধে তার বাবা মোঃ দেলোয়ার হুসাইন বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রী করেন। যার ডায়রী নং ৪০৭।
এতে উল্লেখ করা হয় সম্পত্তি দখল ও তাকে গালিগালাজ করে বাসা থেকে বের করে দেয় তারই ছোট ছেলে মোঃ তানজীল হুসাইন। এঘটনায় মোঃ তানজীল হুসাইন বেশ কয়েকদিন জেলহাজতে ছিলেন। এছাড়াও মোঃ তানজীল হুসাইন এর বিরুদ্ধে তার বড় ভাবি তহমিনা বেগমকে মারধর করে। এ ঘটনায় মামলা দায়ের করলে সেই মামলায়ও জেলহাজতে ছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে যৌথ পরিবারের বসবাস রত অবস্থায় ঘরের মধ্যে সিসি টিভি স্থাপন করে বড় ও মেঝ ভাবিদের প্রত্রি কু দৃষ্টি দেওয়ারও অভিযোগ রয়েছে। এবিষয়ে তার বড় দুই ভাই বাধা দিলেও মোঃ তানজীল হুসাইন কারো কথা না শুনে নিজের অদৃশ্য ক্ষমতার প্রভাব খাটিয়ে সবাইকে নাজেহাল করছে।
বিষয়টি পারিবারিক ভাবে সমাধান ও নানা অপকর্মের কথা বরিশাল সিটি কপোরেশনের মেয়র, স্থানীয় কাউন্সিলর মীর জাহিদুল কবীর জাহিদসহ একাধিক ব্যাক্তির কাছে অভিযোগ দেয় ভুক্তভোগীরা। ধিরে ধিরে তার আক্রোস আরো বাড়তে থাকে। এবিষয়ে বরিশাল কোতয়ালী থানায়ও জানানো হয়েছে বলে জানান সাখাওয়াত হুসাইন। তিনি বলেণ, ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করতে কে চায় ? কিন্তু সে এতটাই বেপরোয়া যে, কাউকে মানেনা। নিজের ইচ্ছামত বড় ভাই ভাবিদের অপমান অপদস্তসহ মারধর করে শ্লীলতাহানি করছে। আমার বাবা মাও তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।