বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৯/০৯/২০২১ইং তারিখ আনুমানিক ১৪:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:৫০ ঘটিকায় পটুয়াখালী জেলার সদর থানাধীন লাউকাটি বাজার এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন লাউকাটি সাকিনস্থ লাউকাটি নদীর উত্তর তীরবর্তী সরকারী খাদ্য গুদাম এর সামনের ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক আনুমানিক ১৪:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ আবুল কালাম তালুকদার(৪৮), পিতা-মৃত আব্দুর রহমান তালুকদার, সাং-চরপাড়া, ০৬নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা-সদর, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা।
উক্ত আসামীর নিকট হতে ৩০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ১,২০০/- টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার শহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।