রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল দুর্ভোগে পথচারীরা কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সভাপতি জাবেদ, সম্পাদক সোয়েব।।ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন কলাপাড়ায় গোল্ডেন জিপিএ ফাইভ পেল সাংবাদিক পুত্র নূর বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন কলাপাড়ায় উন্নত চিকিৎসা দিতে অসুস্থ সাপের এক্সরে লন্ডনে “ গনতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান শীর্ষক” আলোচনা সভায়: জহির উদ্দিন স্বপন কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়
উজিরপুর গ্রামীণ ব্যাংকের একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে মাঠকর্মী আঃ সালাম

উজিরপুর গ্রামীণ ব্যাংকের একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে মাঠকর্মী আঃ সালাম

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি : বরিশালে উজিরপুর উপজেলার (বেসরকারি সাহায্য সংস্থা) গ্রামীণ ব্যাংকের সাবেক ফিল্ড কর্মকর্তা আঃ সালাম হোসেনের বিরুদ্ধে একাধিক গ্রাহকের টাকা আত্মসাতসহ নারী কেলেংকারীর অভিযোগ। জানা যায়, মোঃ সালাম হোসেন (পরিচিতি নং-৪৮৭২৫) গত ২৪ মার্চ ২০১৪ তারিখে উজিরপুর শাখায় যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রাহকের জিপিএস এর টাকা, কিস্তির টাকা আত্মসাৎ, সুদের টাকা আত্মসাৎ করে কোটিপতি বনে গেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ আঃ সালাম ওরফে রানা মাহমুদ তার পিতা একজন পান সিগারেটের দোকানদার। তার ছোট ভাই কাঠমিস্ত্রির কাজ করেন। গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী পদে চাকুরীর সুবাদে বেতন পান ১৪ হাজার ৭শত টাকা। কিন্তু বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাৎ করে উজিরপুর এবং মেহেন্দীগঞ্জে কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ৭০ম কেন্দ্রের ঋণ বই নম্বর ৬৪৮৫, গ্রাহক মিনারা ১০ মার্চ ২০২০ তারিখে ২ হাজার ২শত টাকা কিস্তি আদায় করেন যা গ্রাহকের বইতে তার স্বাক্ষর আছে।

ব্যাংকের সিটে জমা করেন ১ হাজার ১শত টাকা। আত্মসাৎ করেন ১ হাজার ১শত টাকা। ৬ম কেন্দ্রে গ্রাহক ৫১৫৩-অনু রানী ২৯ জুলাই ২০১৯ তারিখে কিস্তি আদায় করেন ২ হাজার ৯শত ৫০ টাকা। ব্যাংক সিটে শূন্য এবং সব টাকাই আত্মসাৎ করেন। ১৩ম কেন্দ্রে ১৪৬৬/১ গ্রাহক পারুল ২২ জুলাই ২০২০ তারিখ ১ হাজার টাকা কিস্তি আদায় করেন। ব্যাংক সিট জমায় শূন্য এবং এখানেও আত্মসাৎ করেন সবটাই। ২৫ম কেন্দ্রে ৫৫/৪৭ গ্রাহক বীনা ৩০ জুলাই ২০২০ তারিখ কিস্তি আদায় করেন ১ হাজার ৬শত টাকা। ব্যাংক সিটে জমা করেন ৮শ টাকা এবং আত্মসাৎ করেন ৮শত টাকা। ২৫ম কেন্দ্রে ৫১৪৪ গ্রাহক জাহানারা। ২১ জুলাই ২০২০ আদায় করেন ১ হাজার ২৫০ টাকা কিন্তু ব্যাংক সিটে শূন্য রেখে আত্মসাৎ করেন সবটাই। সুদের টাকা- কেন্দ্র ৬৪পুঃ ঋণ নং-৬৬৪৭ গ্রাহক রবীন ৫ জানুয়ারী ২০২০ তারিখ আদায় করেন ৫০৪০ টাকা। ব্যাংক সিটে জমা করেন ৩ হাজার ৫শত এবং আত্মসাৎ করেন ১ হাজার ৫শত ৪০ টাকা। ঋণ নং ৮০৪৩, গ্রাহক কেশব চন্দ্র ২২ ডিসেম্বর ২০১৯ তারিখ আদায় করা হয় ৬৯০ টাকা যা ব্যাংক সিটে জমা করেন ১৩৭ টাকা বাদবাকী ৫৫৩ টাকা আত্মসাৎ। ৫০ পুঃ ঋণ নং ৪৫৪৫/১ গ্রাহক সোহরাব হোসেন ১৪ জুন ২০২০ তারিখ সুদের টাকা আদায় করেন ২ হাজার ৯শত ৫০ টাকা। ব্যাংক সিটে জমা করেন ১ হাজার ৮শত ৫২ টাকা। আত্মসাৎ করেন ১ হাজার ৫৮ টাকা। ঋণ নং ২৯৮১, গ্রাহক মজিবুর রহমান বিগত ২৬ জানুয়ারী ২০২০ তারিখে আদায় করেন ২ হাজার ১শত টাকা।

ব্যাংক সিটে জমা করেন ১ হাজার ৬শত ৪০ টাকা। আত্মসাৎ করেন ৪শত ৬০ টাকা। জিপিএস কেন্দ্র ২৯ম ঋণ নং ২৭১০ গ্রাহক মিনারা ৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখে ৭৭ হাজার ২শত ২০ টাকা। সদস্যকে প্রদান করেন ৬৯ হাজার ১শত টাকা। আত্মসাৎ করেন ৮ হাজার ১শত ২০ টাকা। ঋণ নং ২২০৪/১ গ্রাহক কাঞ্চনী। ২৯ মার্চ ২০২০ তারিখ ৭৭ হাজার ২শত ২০ টাকা। প্রদান করেন ৬৯ হাজার ১শত টাকা। আত্মসাৎ করেন ৮ হাজার ১শত ২০ টাকা। কেন্দ্র নং ৬ম ঋণ নং ৫১৫২/১ সোনিয়া ১৫ জুন ২০২০ তারিখ টাকা ১৫ হাজার ৪৪৪ টাকা। গ্রাহককে প্রদান করেন ১৩ হাজার ৮৭৫ টাকা এবং আত্মসাৎ করেন ১ হাজার ৫শত ৬৯ টাকা। ঋণ নং ৪৮৫৭/১, গ্রাহক পাখি ০৩ ফেব্রুয়ারী ২০২০ তারিখ ১৫ হাজার ৪৪৪ টাকায় প্রদান করা হয় ১৩ হাজার ৮৭৫ টাকা এবং আত্মসাৎ করেন ১ হাজার ৫শত ৭০ টাকাসহ আরো একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করেন যার পরিমান প্রায় কয়েক লক্ষাধিক টাকা।

এ ছাড়াও উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে অভিযুক্তর একটি বাগানবাড়ি রয়েছে। যেখানে বসে একাধিক মেয়ের সাথে ফুর্তি করেন বলে অভিযোগ করেন ওই এলাকার সাধারণ মানুষ। স্থানীয় কিছু প্রভাবশালী ও গ্রামীণ ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে সালাম এহেন অপকর্ম করে বেড়াচ্ছেন।

গত ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ উজিরপুর শাখা থেকে ঝালকাঠীর বিনয়কাঠী শাখায় কর্মরত রয়েছেন। ভূক্তভোগী গ্রাহকের টাকা ফেরৎ পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করছেন হয়রানির শিকার গ্রাহকরা। অভিযোগের বিষয় জানতে চাইলে আঃ সালাম বলেন আমি বর্তমানে বিনয়কাঠীতে কর্মরত আছি। উজিরপুর আগে ছিলাম ওই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে উজিরপুর গ্রামীণ ব্যাংকের শাখার পরিচালক কিংকন দেবনাথ বলেন, আঃ সালাম অনেক আগেই বদলী হয়ে গেছেন তার দূর্ণীতির ব্যাপারে একটি অডিট হয়েছে পরবর্তীতে অডিট কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD