শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
উজিরপুর প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের আবু হাসান বালির ছেলে একাধিক মাদক দ্রব্য মামলার আসামি, জাকির বালি (৪৬)। তার নিজ বাড়ীর সামনে থেকে সন্ধ্যা ৬টায় সময় মডেল থানার চৌকস পুলিশ অফিসার এ এস আই উজ্জ্বল, এ এস আই এমদাদ সঙ্গীয় পুলিশ ফোর্সদের সহযোগিতায় গ্রেফতার করেন।
জি আর-৪/২০২১ । উজিরপুর মডেল থানা ইনচার্জ মোঃ আলী আরর্শাদ তিনি জানান, যে মাদক বিরোধী অভিজান চলমার এবং অব্যাহত থাকবে। মাদক দ্রব্য ব্যবসায়িদের দ্রুত গ্রেফতার করে, আইনের আওতায় আনা হবে ।