বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় র্যাব-৮এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো.রুবেল হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন। র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে উপজেলার মহিপুরের ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত রুবেল ওই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের মো.সেলিম হাওলাদার পুত্র। রুবেল এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ক্রয় ও বিক্রয় করে আসছে। ইয়াবাসহ তাকে মহিপুর থানায় হস্তানান্তর করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, র্যাবের হাতে মাদকসহ আটক রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।