বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভ‚মি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের অনুক‚লে চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে টিয়াখালী, ধানখালী ও লালুয়া ইউপির ৬৮ জন ব্যক্তির মাঝে প্রধান অতিথি থেকে এসব চেক বিতরণ করেন পচুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক জিএম সরফরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, এল এ শাখার জেলা কর্মকর্তা, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ।
এসময় তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, একসময় অধিগ্রহণের টাকা পেতে অনেক ভোগান্তির শিকার হতেন। কিন্তু এখন থেকে প্রতি শনিবার এখান থেকে চেক নিতে পারবেন। এল এ শাখায় আপনাদের আর ধরনা দিতে হবেনা। তিনি চেক পেতে দালালদের কাছে না যাওয়ার অনুরোধ জানান তিনি।