বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬ কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল
ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হল বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক নাটক ”অবরুদ্ধ ১৪ বছর”

ঝালকাঠি শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হল বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক নাটক ”অবরুদ্ধ ১৪ বছর”

Sharing is caring!

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশর ৬৪ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিতায় আজ ৩১ আগষ্ট ঝালকাঠি শিল্পকলা একাডেমির নিজস্ব মঞ্চে মঞ্চস্থ হয়েছে বঙ্গবন্ধুর দীর্ঘ সগ্রামী জীবনে কারা বরন নিয়ে নির্মিত নাটক অবরুদ্ধ ১৪ বছর। সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কামাল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম নবিন , ঝালকাঠী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লা পনির ,বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় পরিষদ সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন অনিমেশ সাহা লিটু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপথিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলির সদস্য শুভঙ্কর চক্রবর্তী ,নাট্যজন কাজল ঘোষ প্রমুখ। শত বছরের শত সংগ্রামের পথধরে, বাঙালির মুক্তির বারতা নিয়ে জন্ম তোমার হে পিতা…।

নাটকের শুরুটা ঠিক এরকমই। নাটকে দেখানো হয় মাত্র আঠারো বছর বয়সে প্রথম জেলে যান তিনি। নাটক টিতে বর্ননা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন অর্থাৎ ১৪ বছর কারাভোগ করেছেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। আর তার এ কারা ভোগ রাষ্ট্রক্ষমতার লোভের জন্য নয়, গনমানুষের অধিকার আদায়ের জন্য। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মাথা নত করেননি তিনি। বঙ্গবন্ধুর কারাজীবন প্রেক্ষাপটগুলো তাঁর জীবনের আদর্শিক বিষয় স্পষ্ট হয়ে ওঠে এই নাটকের মধ্য দিয়ে। নাটকটি উপস্থাপন করা হয়েছে বর্ণনাত্মক রীতিতে ।

নাটকের বেশ কিছু চরিত্র ইতিহাস নির্ভর। নাটকীতার প্রয়োজনে কিছু চরিত্রে বাস্তব ও কল্পনার সংমিশ্রণ ঘটানোও হয়।নাটকটিতে অভিনয় করেছেন ঝালকাঠির স্থানীয় একদল তরুন অভিনয় শিল্পীরা। তাদের অনবদ্ধ অভিয়ে মুগ্ধতা প্রকাশ করেছে আগত অতিথি ও দর্শনরা। নাটকের বঙ্গবন্ধ চরিত্রে অভিনয় করেন মো:আরিফ হোসাইন, বঙ্গমাতা রেনু চরিত্রে শামীমা নাসরিন,বর্ননা কারী ও অন্যান্য চরিত্রে উদয় শঙ্কর,শান্তা ইসলাম,বিপ্লবদাস,শান্তা দে, স্নিগ্ধা ভৌমিক , বাপ্পি নট্ট , আলী আজিম, কৌশিক,প্রিন্স সরদার,সোনিয়া আক্তার,তালজিলা আক্তার , আশা আক্তার ও তকি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD