শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
বরশিালরে ভূরঘাটা বাসস্ট্যান্ডে বাসরে ছাদে এক নারীর লাশ উদ্ধাররে ঘটনায় আরো একজনকে গ্রপ্তোর করছেে পুলশি ব্যুরো অব ইনভস্টেগিশেন (পবিআিই)। গত বুধবার রাতে জলোর আগলৈঝাড়া উপজলোর আহুতি বাটরা এলাকা থকেে রাকবি মোল্লা (২৯) নামে ওই যুবককে গ্রপ্তোর করে তারা। এ নয়িে গৌরনদীর সাবনিা বগেম হত্যা মামলায় দুইজনকে গ্রফেতার করে তারা।
এর আগে সাবনিাকে হত্যায় জড়তি থাকার অভযিোগে আব্দুল খালকে মোল্লা নামে আরকেজনকে গত বছররে ২১ নভম্বের গ্রপ্তোর করে পবিআিই। আসামীর দয়ো স্বীকারোক্তমিূলক জবানবন্দি অনুযায়ী গ্রপ্তোর করা হলো সহযোগী রাকবি মোল্লাক।
বৃহস্পতবিার দুপুর ১২টায় নগররে রূপাতলী এলাকায় পুলশি ব্যুরো অব ইনভস্টেগিশেন (পবিআিই) র্কাযালয়ে পুলশি সুপার মো. হুমায়ুন করবি সংবাদ সম্মলেনে বলনে, র্আথকি লনেদনেরে জরে ধরে গতবছররে ২০ নভম্বের গৌরনদী পৌরসভার বাসন্দিা সাবনিা বগেমকে বরশিাল নগররে কাশীপুরে একটি নর্মিানাধীন ভবনে ডকেে এনে রড দয়িে পটিয়িে হত্যা করে ওই ভবনরে কয়োরটকোর খালকে মোল্লা।
পরে তারা তার লাশ একটি ব্যারলেে ভরে গড়য়িারপাড় থকেে ভূরঘাটাগামী বাসরে ছাদে উঠয়িে দয়ে। পুরো প্রক্রয়িায় খালকেকে সহায়তা করে রাকবি। বাসটি ভূরঘাটা পৌঁছানোর পর ব্যারলেরে কোন দাবদিার না পাওয়ায় পুলশি সটেি উদ্ধার কর।ে পরে ব্যারলে খুলে সাবনিার লাশ উদ্ধার করে তারা। এ ঘটনায় ২১ নভম্বের গৌরনদী থানায় একটি মামলা দায়রে হয়। বুধবার গ্রপ্তোরকৃত রাকবিকে সংশ্লষ্টি থানায় সোর্পদ করে যথাযথ আইনগত ব্যবস্থা নয়োর কথা জানান পবিআিই পুলশি সুপার মো. হুমায়ুন করবি।