শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশের সরকার শুরু থেকে করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারি ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে চালু রয়েছে বিভিন্ন কর্মসূচি। আজ ২৫ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহের বহুল প্রচারণা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বরিশাল মোঃ শাহজাহান হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আব্দুল লতিফ মজুমদার, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল কাজী মিরাজ মাহমুদ, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বরিশাল প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবিরসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শুরুতে সহকারী কমিশনার নিরুপম মজুমদার করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহের প্রচারণা সংক্রান্ত কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে কি নোট পেপার উপস্থাপন করেন। পরে অতিথিরা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।