মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। রবিবার শেষ বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
ধানখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হালিম মোল্লা ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিব মোল্লার ব্যক্তিগত উদ্যোগে এ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লোন্দা বাজার কমিটির সভাপতি এস এম ফরিদুজ্জামান, ডা. সেলিম মোল্লা, নান্টু হাওলাদার, আলাম হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইদ্রিসুর রহমান।