শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
মোঃনাসির উদ্দিন, প্রতিনিধিঃ গলাচিপা পটুয়াখালী। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নংওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামে সড়কের বেহাল দশায়ে পরিনর্ত হয়েছে এ যেনও দেখার কেউ নাই বললেন আটো চালক মোঃরহিম প্যাদা, রহিম প্যাদা আরও বলেন যে আমাদের এ সড়কে আটো টমটম মোটরসাইকেল এ্যাম্বুলেন্স যাতায়াতের রোগী ও যাএী বাহি গাড়ী আসা যাওয়া আমাদের অনেক কস্টো সাদ্য বেপার প্রতিবেদকে তিনি এ কথা বলেন।
এ বিষয় গোলখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদার কাছে যানতে চ৷ইলে তিনি বলেন যে আমাদের এ সড়ক দিয়ে হাজার হাজার লোক জন ও গাড়ী আসা যাওয়া করে এতে করে চরম ভোগান্তি শিকার পোহাতে হয় আমার ১ নং ওয়ার্ডের জনগণের, মেম্বার দুলাল প্যাদা আরও বলেন যে আমাদের ১ নং ওয়ার্ডের জনগণের প্রদানে দাবী যেও অতি সিগ্রোই যেনও এই সড়ক টি নির্মান করা হয়।
তা না হলে এ গ্রাম টি বিলিন হয়ে যাবে রাবনাবাদ নদীতে, এবিষয় ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন হাওলাদারের কাছে যানতে চাইলে তিনি বলেন আমার ইউনিয়নে ১ নংওয়ার্ড খুবই ভয়বাহ বিষয়টি আমি দেখেছি যে গত ৪/৫ মাস আগে সড়ক টিতে বাহির পাশ দিয়ে ১ কিলোমিটার পাইলিং করা হয়েছিল কিন্তু রাবনাবাদ নদীর স্রোতে পাইলিং ধসে পড়ায় সড়ক টি মাজ খান দিয়ে ফাটল ধরে আস্তে আস্তে ভেংগে যায়, এতে করে জনগণের অনেক ভোগান্তি র সিকার পোহাতে হয় প্রতিটি মুহুর্ত। আমি উদ্ধর্তন কর্মকতা ও আমাদের গলাচিপা দশমিনা মাটি ও মানুষের বন্দু সংসদ সদস্য (এম পি) এস এম সাহজাদা সাহেব কে জানিয়াছি এবং ওতি তারাতারি বিষয়টি নিরসন হবে বলে তিনি বলেন।