শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন
গলাচিপায় সড়ক না যেন ও মরন ফাদ,

গলাচিপায় সড়ক না যেন ও মরন ফাদ,

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন, প্রতিনিধিঃ গলাচিপা পটুয়াখালী। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নংওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামে সড়কের বেহাল দশায়ে পরিনর্ত হয়েছে এ যেনও দেখার কেউ নাই বললেন আটো চালক মোঃরহিম প্যাদা, রহিম প্যাদা আরও বলেন যে আমাদের এ সড়কে আটো টমটম মোটরসাইকেল এ্যাম্বুলেন্স যাতায়াতের রোগী ও যাএী বাহি গাড়ী আসা যাওয়া আমাদের অনেক কস্টো সাদ্য বেপার প্রতিবেদকে তিনি এ কথা বলেন।

এ বিষয় গোলখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল প্যাদার কাছে যানতে চ৷ইলে তিনি বলেন যে আমাদের এ সড়ক দিয়ে হাজার হাজার লোক জন ও গাড়ী আসা যাওয়া করে এতে করে চরম ভোগান্তি শিকার পোহাতে হয় আমার ১ নং ওয়ার্ডের জনগণের, মেম্বার দুলাল প্যাদা আরও বলেন যে আমাদের ১ নং ওয়ার্ডের জনগণের প্রদানে দাবী যেও অতি সিগ্রোই যেনও এই সড়ক টি নির্মান করা হয়।

তা না হলে এ গ্রাম টি বিলিন হয়ে যাবে রাবনাবাদ নদীতে, এবিষয় ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন হাওলাদারের কাছে যানতে চাইলে তিনি বলেন আমার ইউনিয়নে ১ নংওয়ার্ড খুবই ভয়বাহ বিষয়টি আমি দেখেছি যে গত ৪/৫ মাস আগে সড়ক টিতে বাহির পাশ দিয়ে ১ কিলোমিটার পাইলিং করা হয়েছিল কিন্তু রাবনাবাদ নদীর স্রোতে পাইলিং ধসে পড়ায় সড়ক টি মাজ খান দিয়ে ফাটল ধরে আস্তে আস্তে ভেংগে যায়, এতে করে জনগণের অনেক ভোগান্তি র সিকার পোহাতে হয় প্রতিটি মুহুর্ত। আমি উদ্ধর্তন কর্মকতা ও আমাদের গলাচিপা দশমিনা মাটি ও মানুষের বন্দু সংসদ সদস্য (এম পি) এস এম সাহজাদা সাহেব কে জানিয়াছি এবং ওতি তারাতারি বিষয়টি নিরসন হবে বলে তিনি বলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD