মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি,১৪ আগস্ট।।১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করেন। শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব’রর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রথম আলো পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি শংকর লাল দাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান। বুলেট এবং সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ।