সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড় কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের প্রস্তুতি সভা নতুন আঙ্গিকে বিএম কলেজ ক্যান্টিন উদ্বোধন
বরিশালে তিনদিনব্যাপী পৌষ মেলা শুরু

বরিশালে তিনদিনব্যাপী পৌষ মেলা শুরু

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়’-স্লোগানে বরিশালে শুরু হয়েছে তিনদিনব্যাপী পৌষ মেলা। 

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশালের জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে’ গান এবং প্রদীপ প্রজ্জলন ও স্মরক বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।  

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী এ পৌষ মেলার উদ্বোধনের পর পরই শুরু হয় নৃত্যানুষ্ঠান। 

পৌষ মেলার আয়োজন করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানে না। এ মেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার ঐতিহ্য জানতে পারবে’। 

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশর পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশারফ হোসেন, মেয়রের স্ত্রী লিপি আব্দুল্লাহ, নাট্যজন সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, বরিশাল সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ও জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার বড়াল। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক জন ও সাংবাদিক সাইফুর রহমান মিরন।  

তিনদিনব্যাপী মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগর দোলা। এছাড়া মেলার মাঠে দু’পাশ ঘিরে রয়েছে ১৮টি স্টল। যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা-পুলির আয়োজন রয়েছে।  

মেলার সমাপ্তি হবে ১৩ জানুয়ারি। এ তিনদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD