শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট আমরা আগামী ৫০ দিন সময় বেঁধে দিলাম শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা ‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
বরিশালে তিনদিনব্যাপী পৌষ মেলা শুরু

বরিশালে তিনদিনব্যাপী পৌষ মেলা শুরু

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়’-স্লোগানে বরিশালে শুরু হয়েছে তিনদিনব্যাপী পৌষ মেলা। 

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশালের জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে’ গান এবং প্রদীপ প্রজ্জলন ও স্মরক বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।  

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী এ পৌষ মেলার উদ্বোধনের পর পরই শুরু হয় নৃত্যানুষ্ঠান। 

পৌষ মেলার আয়োজন করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানে না। এ মেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার ঐতিহ্য জানতে পারবে’। 

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশর পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশারফ হোসেন, মেয়রের স্ত্রী লিপি আব্দুল্লাহ, নাট্যজন সৈয়দ দুলাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার, বরিশাল সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ও জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার বড়াল। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক জন ও সাংবাদিক সাইফুর রহমান মিরন।  

তিনদিনব্যাপী মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগর দোলা। এছাড়া মেলার মাঠে দু’পাশ ঘিরে রয়েছে ১৮টি স্টল। যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা-পুলির আয়োজন রয়েছে।  

মেলার সমাপ্তি হবে ১৩ জানুয়ারি। এ তিনদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD