শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে আওয়ামীলীগ জেলা ও নগর কমিটি। নগরীর কালিবাড়ি সড়কে সিটি মেয়রের বাস ভবনে গতকাল রোবরার বিকেল সাড়ে পাঁচটায় নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এখানে বক্তারা বলেন, শেখ ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মীনি। তার উৎসাহ এবং অনুপ্রেরণায় ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার রূপকল্প ঘোষণা করেছিলেন। জাতির জনকের জীবনের নানা চড়াই উতরাইয়ের সময় সংসার আগলে রেখেছেন। কিন্তু পনেরই আগস্টে ঘাতকরা বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুরন্নেছাকে হত্যা করে। যে বেদনা আমাদের আজো কাাঁদায়।
এই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুট, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। এরপরর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।