মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক(২৫)কে আটক করেছে র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। রবিবার বেলা বারোটায় প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় গত ২৮ জুলাই ওই কলেজ ছাত্রী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার গোলবুনিয়া গ্রামের ওই কলেজ ছাত্রীর সঙ্গে আবু বক্করের পরিচয় হয়। বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আবু বক্কর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে গত ২৬ জুলাই দুপুরে তাকে অপহরন করে আবু বক্করের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে আসে। পরে তাদের ঘরে নিয়ে ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।
র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।