শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
বরিশাল : নগরীতে নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার নগরীর কেডিসি আব্দুর রাজ্জাক কলোনীর বাসিন্দা মো সোহেলের বাসায় ভাড়াটিয়া আত্মহত্যা করে। আত্মহননকারী নববধু হলো-নুসরাত জাহান ইভা (২৫)। সে নারায়নগঞ্জের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলামের স্ত্রী। ইভা ষ্টেডিয়াম কলোনীর বাসিন্দা নুরুল হকের কন্যা।
ছয় মাস পূর্বে রিক্সা চালক রবিউল ইসলামের সাথে তার বিয়ে হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উচ্চাভিলাসী ইভা স্বামীর পেশা ও অর্থনৈতিক দৈন্যতা মেনে নিতে পারতো না। এ নিয়ে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হতো। ধারাবাহিকতায় রাগে ক্ষোভে ভাড়া বাসার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।