বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি না মানায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার, আলিপুর বাজার এবং কুয়াকাটা চৌরাস্তায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারামতে ১৩জনকে সর্বমোট ১১ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনের চতুর্থ দিনে উপজেলার মহিপুর, আলীপুর বাজার এবং কুয়াকাটা চৌরাস্তায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩ জনকে পৃথক মামলায় ১১৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।