বুধবার, ১৪ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নৌ-শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক কলাপাড়া লঞ্চ ঘাটের ৩০জন নৌ-ঘাট শ্রমিকদের হাতে এ খাদ্য সামগ্রি তুলে দেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম. রাকিবুল আহসান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. হাবিবুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব’র সাবেক সভাপতি এ.এম মিজানুর রহমান বুলেটসহ গণমাধ্যমকর্মীরা।
এ সময় প্রত্যেক শ্রমিককে পাঁচ কেজি চাল,এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি লবন, এক কেজি চিনি প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, দীর্ঘদিন লকডাউনে এই সকল শ্রমিকরা কষ্টে দিনযাপন করছেন। তাদের জন্য সামান্য খাদ্য সহায়তা দিতে পেরে ভালো লাগছে।