শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটিতে উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৮৮ জন সাধারণত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ বাক্য পাঠ করান নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। এ সময় প্রধান অতিথী হিসেবে ভার্চুয়াল্লী সংযুক্ত ছিলেন ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, নরঠিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর। সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় রানাপাশা নবাগত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশার এ কে এম আবদুল হক, দপদপিয়ার সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরের মো. আ. গফফার খান, কুশঙ্গল ইউনিয়নের মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নের কাজী জেসমিন আক্তার, মগড় ইউনিয়নের এনামুল হক শাহীন, মোল্লারহাট ইউনিয়নের এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু, কুলকাঠি ইউনিয়নের এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু ও নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝালকাঠি জেলার ৪ উপজেলার ৩১ইউনিয়নে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লখ্য গত ২১ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।