বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। গতকাল সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।
তবে এসময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে রাত অটটার দিকে এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়।
পয়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।