বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলার যোগে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ১৩ বছর পরে মিলন আকন (৩০) নামের এক যুবক মানষিক ভারসাম্য হীন অবস্থায় ফিরে এসেছে মমতা ময়ী মা মিনারা বেগমের কাছে।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে তাকে তালতলী উপজেলা থেকে ট্রলার যোগে কুয়াকাটায় নিয়ে আসে পরিবারের সদস্যরা। ফিরে আসা মিলন আকন কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে। গত মঙ্গলবার মা মিনারা বেগম তাদের নিকটাত্মিয়র মাধ্যমে জানতে পারে পাশ্ববর্তী জেলা বরগুনার তালতলী উপজেলায় তার ছেলে মিলন আকনকে রাস্তায় পাগল বেশে দেখতে পেয়েছে।
বৃহস্পতিবার সকালে তালতলীতে গিয়ে মিলনের মা মিনারা বেগম ও ভাই রুবেল আকন তার পরিচয় নিশ্চিত করে সমুদ্র পথে ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসে। মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল।
তার সাথে মো. ফারুক (১২), খোকন (২৫) নামে আরো দু’জন ছিল তারা কেউই ফেরেনি, অনেক খোঁজা খুজি করেছি তাদেরকে। হঠাৎ দু’দিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে তা আমি পুরোপুরি নিশ্চিত।
মিলনের মা মিনারা বেগম জানান, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ।
আমি এখন ওরে চিকিৎসা করাবো তার ও সুস্থ হলে বলতে পারবো ও এতদিন কোথায় ছিল। কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ জানান, আমার ওয়ার্ডের মিলন নামের ছেলেটি গত ‘২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, আজকে তাঁকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। তার বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলছে এবং তার সাথে কাজকরা জেলেদের মাধ্যমে আমি মিলনের পরিচয় নিশ্চিত হয়েছি।