বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: লকডাউন অমান্য করার পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক মামলায় ২২ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় ফেরিঘাটে দোকান খোলা রাখায় মৃধা মেশিনারিকে এক হাজার টাকা এবং মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় আরও চারজনকে মোট পাঁচটি মামলায় ৩৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক।
অপরদিকে উপজেলার মহিপুর এবং আলীপুরে অভিযান চালিয়ে আরও ১৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। দুপুর ১২.২৫ থেকে ২.০০টা পর্যন্ত চলা অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারা মতে ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ১৭ টি মামলায় মোট ১৭৭৩০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, কঠোর লকডাউনের মধ্যে লোকজন আইন অমান্য করায় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, লকডাউনের এই কয়দিন একটু সচেতন হলে মহামারী থেকে নিজেদের রক্ষা করতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, কলাপাড়া উপজেলার করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা এবং মহিপুর থানার জন্য দুই প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিজিবি এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। উপজেলার সকল বাজার, খেয়া, এবং মসজিদের ইমামদের সাথে কথা হয়েছে।বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা আছে। তিনি আরও জানান, আমার কাছে এক টন চাল রিজার্ভ রয়েছে যদি কারো খাবার অভাব থেকে থাকে তবে আপনারা জানাবেন খাবার পৌঁছে দিবো।