শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, কাগজপত্রে ত্রুটিতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস অধিঃ অভিযানে৩৭ লক্ষ টাকার জাটকা জব্দ গলাচিপার গোলখালী ইউনিয়নে তরমুজ ও সবজি চাষে ব্যস্ত কৃষকরা, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক ও তার পরিবারকে হয়রানির অভিযোগ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২৬-২৭ইং মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার প্রধান আসামি  র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর নুর–হাসানের কোলাকুলি, রাজনীতিতে চমক চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কলাপাড়ায় ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থী পেলো নতুন বই জেলহাজতে অসুস্থ হয়ে আ.লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু দলের সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, উপদেষ্টা ফারুকী
কলাপাড়ায় ডাক্তারের ভূল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ।

কলাপাড়ায় ডাক্তারের ভূল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি\ পটুয়াখালীর কলাপাড়া হাসাপাতালের চিকিৎসকের ভূল চিকিৎসা ও সেবিকাদের খামখেয়ালী পনায় নবজাতকসহ রুনা বেগম (২০) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে ওই প্রসুতির মৃত্যু হয়। মৃত রুনা উপজেলার নীলগঞ্জ ইউপির টুঙ্গিবাড়িয়া গ্রামের জসিমের স্ত্রী।
মৃত রুনার  স্বামী ও স্বজনরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রুনা প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দ্বায়িত্বরত সেবিকারা ওই প্রসুতির নিম্নাঙ্গের পাশ কেটে বাচ্চা প্রসব করানোর চেস্টা চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরনে রুনা গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে হাসপাতালের আবাসিক চিকিৎক জুনায়েদ খান লেলিনের ব্যক্তি মালিকানাধীন কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে রুনাকে ভর্তি করা হয়। ওইদিন রাতেই রুনার সিজার করেন ডাক্তার লেলিন। পরদিন শনিবার (২৬জুন) সকালে নবজাতক গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং ওই দিনই নবজাতকের মৃত্যু হয়। এদিকে পেটে ফুলাসহ শ্বাসকস্ট বেড়ে যাওয়ায় রবিবার (২৭জুন) রাত ৮ টায় ডাক্তার লেলিনের ভাড়া করা গাড়িতে করে প্রসূতি রুনাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সোমবার (২৮জুন) ভোররাতে সেখানে রুনার মৃত্যু হয়। রুনার স্বামীর অভিযোগ, মৃত্যুর আগে কলাপাড়া হাসপাতালে রুনা যন্ত্রনাসিক্ত হয়ে চিৎকার করলে দায়ীত্বরত সেবিকারা তাকে চর থাপ্পর মারে। স্বজনদের অভিযোগ, সিজারের পর নবজাতকের মাথায় কেটে যাওয়ার ক্ষত ছিল। এছড়া সিজারের পর সেলাই না করে কসটেপ দিয়ে প্রসূতির কাটা স্থান আটকে দিয়ে পাঠিয়ে দেয়া হয়। এমনকি অস্ত্রপাচারের আগে রুনার কোন ধরনের আলট্রাসনোগ্রাম কিংবা পরিক্ষা করেননি কলাপাড়া হাসপাতালের চিকিৎসকরা। এদিকে হাসপাতালে সিজিারিয়ান ব্যবস্থা থাকা সত্যেও কেনো প্রসুতিকে ব্যক্তিগত ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে এমন ক্ষোভ নিয়ে ফুসে উঠেছে স্থানীরা। এবিষয়ে জানাতে চাইলে কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারের সেবিকা আলো বেগম জানান, নিম্নাঙ্গ কাটা অবস্থায় আমাদের ক্লিনিকে রোগী নিয়ে আসা হয়েছে। তখন প্রচুর রক্ত ক্ষর হচ্ছিলো। এখানে তিন ব্যগ রক্ত দেয়া হয়েছে। তবে চিকিৎসার ব্যাপারে ডা. লেলিন ছাড়া তিনি কিছু বলতে পারবেন না।
 এ বিষয়ে ডা. জুনায়েদ হোসেন খান লেলিনের কাছে এখাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।  এছাড়া তার চেম্বারে গেলেও তা বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হালদার জানান, বিষয়টি মাত্র কিছুক্ষন আগে জেনেছি। এর সাথে কারা সংশ্লিষ্ট তা জেনে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD