শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের অন্তুভূক্ত ৭নং ওয়ার্ড গনপাড়া এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রাশেদ হাওলাদারের বিরুদ্বে পাশ্ববর্তী পূর্ব গনপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের নামে সৌর বিদুৎয়ের সোলার এনে আত্বসাত করার অভিযোগ পাওয়া গেছে।
গনপাড়া এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসীন্দারা তাদের প্রকাশ না করা শর্তে সাংবাদিকদের জানিয়েছেন- গত ২/৩ বছর পূর্বে রাশেদ যখন এখানের মেম্বার ছিলো, তখন সে এই মসজিদের নামে সৌর বিদুৎ এনে তা আর মসজিদে দেয়নি।
তবে মসজিদ কতৃপক্ষ বিষয়টি জানতে পারলে এ নিয়ে তৎকালীন সময়ের মেম্বার রাশেদ হাওলাদার দিবে, দিচ্ছি, পাবেন, বলে নানা অজুহাত দেখায়। অভিযোগ রয়েছে স্থানীয় আলী আহম্মেদের পুকুরে জোর করে সাবেক মেম্বার রাশেদের বড় ভাই আবুল বাসেদের মাছ ধরায় বাধা দিলে আলী আহম্মেদের ছেলে জাকির মাল’কে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে বাসেদ।
সেসময় ৮/১০টি সিলাই লাগে জাকির মাল নামের ওই যুবকের। এদিকে স্থানীয়দের কাছ থেকে আরো জানাগেছে আবুল বাসেদ কাশীপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার চাঞ্চল্যকর মাসুদ হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন। জানাগেছে, গত প্রায় ১২/১৩ বছর পূর্বে জনৈক মাসুদকে হত্যা করে সন্ত্রাসীরা।
সেই মামলায় দীর্ঘদিন বিতরে থাকার পরে বের হয়ে এলাকার ফের ত্রাসের রাজত্ব কায়েম করে বাসেদ ও রাশেদ দুই ভাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল বাসেদ ও তার ভাই রাশেদ তাদের বিরুদ্বে এসকল অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।